
রোহিঙ্গা শিবিরগুলোর আইনশৃঙ্খলা ও স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে গত ১৫ ফেব্রুয়ারি একটি প্রতিবেদন দেয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাতে বলা হয়, রোহিঙ্গা শিবিরে প্রতিদিন প্রায় ৯৫ জন শিশুর জন্ম হয়। ২০২৫ সালের মধ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা ১২ থেকে ১৩ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। জন্মহার বৃদ্ধি নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া প্রয়োজন। ওই প্রতিবেদনে বলা হয়, রোহিঙ্গা শিবির এইচআইভি/এইডস, হেপাটাইসিস সি, ডিপথেরিয়ার জন্য ঝুঁকিপূর্ণ। এখন পর্যন্ত কক্সবাজার এলাকায় ৭১০ জন মানুষ এইচআইভি পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬১২ জন রোহিঙ্গা। ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত ৬১ জন রোহিঙ্গা এইচআইভিতে মৃত্যুবরণ করে।