Monday, March 20জাতির কথা বলে
Shadow

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণ গ্যাস লাইনের লিকেজ থেকে ঘটতে পারে: র‌্যাব‌‌

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে গতকাল মঙ্গলবার ভবনে বিস্ফোরণের ঘটনাটি গ্যাস লাইনে লিকেজ বা অন্য কোনো কারণে ঘটতে পারে‌‌। তবে বিস্ফোরণের মাত্রা অনেক বড় ছিল।
মশিউর রহমান বলেন, ‘আমরা সাবধানতা অবলম্বন করে ভবনটির নিচে ঢুকেছিলাম। তবে এটি কোনো অগ্নিকাণ্ড নয়, বিস্ফোরণের ঘটনা। এয়ারকন্ডিশনার থেকে এ ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা কম। অন্য কোনো কারণ থেকে এ বিস্ফোরণ ঘটে। ডগ স্কোয়াড সদস্যরা ভেতরে কেউ জীবিত বা মৃত আছেন কি না, শনাক্ত করে তাঁদের বের করে আনতে সাহায্য করেন।
এই র‌্যাব কর্মকর্তা আরও বলেন, ‘শেষে একটা সিদ্ধান্তে আসার চেষ্টা করছি— গ্যাস থেকে বা কোনো বিস্ফোরকের মাধ্যমে বিস্ফোরণ ঘটেছে কি না। আমরা প্রাথমিকভাবে এখান থেকে নমুনা সংগ্রহ করেছি ও সেগুলো পরীক্ষাগারে পাঠিয়েছি। পরীক্ষা-নিরীক্ষার পর আমরা জানাতে পারব।’
এটি কোনো অগ্নিকাণ্ড নয়, বিস্ফোরণের ঘটনা। এয়ারকন্ডিশনার থেকে এ ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা কম।
গতকাল বিকেল পৌনে পাঁচটার দিকে গুলিস্তানের বিআরটিসি বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারের কুইন স্যানিটারি মার্কেট হিসেবে পরিচিত সাততলা ভবনটিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে ভবনের দুই পাশে আরও দুটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়। ভয়াবহ এ দুর্ঘটনায় ২০ জন নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *