Monday, March 20জাতির কথা বলে
Shadow

প্রেমিকা শ্রদ্ধাকে ৩৫ টুকরা করা প্রেমিক আফতাব মাংস সংরক্ষণের পদ্ধতি জানতেন

গত বছরের মে মাসে শ্রদ্ধা ওয়াকার হত্যার শিকার হন। এ ঘটনায় তাঁর লিভ ইন সঙ্গী আফতাব পুনাওয়ালাকে গ্রেপ্তার করে তাঁর বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।
গত বছরের মে মাসে শ্রদ্ধা ওয়াকার হত্যার শিকার হন। এ ঘটনায় তাঁর লিভ ইন সঙ্গী আফতাব পুনাওয়ালাকে গ্রেপ্তার করে তাঁর বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।
দিল্লিতে ‘লিভ ইনে’ (বিবাহবহির্ভূত সম্পর্ক) থাকা আলোচিত তরুণী শ্রদ্ধা ওয়াকার হত্যার ঘটনায় অভিযুক্ত প্রেমিক আফতাব পুনাওয়ালা একজন প্রশিক্ষিত শেফ ছিলেন। দিল্লির একটি আদালতকে পুলিশ জানিয়েছে, প্রশিক্ষিত শেফ আফতাব মাংস সংরক্ষণ করার পদ্ধতি জানতেন।
আফতাবের বিরুদ্ধে প্রেমিকা শ্রদ্ধাকে শ্বাসরোধে হত্যার পর তাঁর দেহ ৩৫ টুকরা করার অভিযোগ রয়েছে। শ্রদ্ধার দেহ ৩৫ টুকরা করার পর সেগুলো তিনি সাউথ দিল্লিতে তাঁর মেহরাউলির বাসায় ৩০০ লিটারের একটি ফ্রিজে রেখেছিলেন। ওই ফ্রিজে প্রায় তিন সপ্তাহ টুকরাগুলো রাখার পর তিনি শহরের বিভিন্ন নির্জন স্থানে ফেলে দেন।
দিল্লি পুলিশ আদালতকে জানিয়েছে, অভিযুক্ত আফতাব তাজ হোটেলে শেফের প্রশিক্ষণ নিয়েছেন। মাংস সংরক্ষণ করার পদ্ধতিও জানতেন। শ্রদ্ধাকে হত্যার পর মেঝে পরিষ্কার করার জন্য তিনি শুকনা বরফ, ধূপকাঠি ও রাসায়নিকের অর্ডার করেছিলেন।
দিল্লি পুলিশের প্রতিনিধিত্বকারী বিশেষ পাবলিক প্রসিকিউটর অমিত প্রসাদ বলেছেন, পুলিশ আদালতে এই হত্যাকাণ্ডের পুরো ঘটনার বিবরণ দিয়েছে।
গত মে মাসে শ্রদ্ধা ওয়াকার হত্যার শিকার হন। এ ঘটনায় তাঁর লিভ ইন সঙ্গী আফতাব পুনাওয়ালাকে গ্রেপ্তার করে তাঁর বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।
আদালতকে আরও জানানো হয়েছে, শ্রদ্ধাকে হত্যার করার এক সপ্তাহের মধ্যেই আফতাব অন্য একজন নারীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। শ্রদ্ধাকে দেওয়া একটা আংটি তিনি পরে নতুন প্রেমিকাকে উপহারও দিয়েছিলেন।
গত বছরের মে মাসে শ্রদ্ধা ওয়াকার হত্যার শিকার হন। এ ঘটনায় তাঁর লিভ ইন সঙ্গী আফতাব পুনাওয়ালাকে গ্রেপ্তার করে তাঁর বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *