Monday, March 20জাতির কথা বলে
Shadow

গ্রিসে দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৩২, আহত ৮৫

গ্রিসের উত্তরাঞ্চলে দুটি ট্রেনের ভয়াবহ সংঘর্ষের ঘটনায় নিহত বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। এ ঘটনায় আহত হন ৮৫ জনের বেশি। বুধবার (১ মার্চ) দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির দমকল বিভাগ।
দুর্ঘটনার বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছে গ্রিসের রাষ্ট্রীয় মালিকানাধীন পাবলিক ব্রডকাস্টার ইআরটি। ছবিতে দেখা গেছে, ছিটকে পড়া ট্রেনের বগি থেকে ধোঁয়া বের হচ্ছে এবং কয়েকটি বগি দুমড়েমুচড়ে গেছে।
খবর পেয়েই ঘটনাস্থল ছুটে এসেছে দমকল বাহিনী। ফায়ার সার্ভিসের গাড়ির লম্বা লাইন দেখা গেছে ছবিতে। ট্রেন আটকে পড়া এবং আহতদের সন্ধান করছেন উদ্ধারকর্মীরা।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে জানা গেছে, ঘটনাস্থলে কমপক্ষে ১৫০ জন দমকলকর্মী কাজ যুক্ত হন। আহতদের উদ্ধারে ২০টি অ্যাম্বুলেন্স দেখা যায়।
গ্রিসের দমকল বাহিনীর মুখপাত্র ভ্যাসিলিস ভার্থকোগিয়ানিস টেলিভিশনে বলেন, স্থানীয় সময় মঙ্গলবার রাতে লরিসা শহরের কাছে একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। যাত্রীবাহী ট্রেনে ৩৫০ জনের বেশি আরোহী ছিল। ট্রেনের যাত্রীরা রাজধানী এথেন্স থেকে থেসালোনিকির দিকে যাচ্ছিল।
যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন দমকলকর্মীরা। ছবি
বুধবারও উদ্ধার অভিযান চলছে। অনেকে গুরুতর আহত হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করছে স্থানীয় কর্তৃপক্ষ। কী কারণে দুটি ট্রেনের সংঘর্ষ হলো, তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। সূত্র: সিএনএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *