Monday, March 20জাতির কথা বলে
Shadow

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য প্রিয়াঙ্কা চোপড়ার সাহায্যের ডাক

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য সাহায্যের ডাক দিলেন প্রিয়াঙ্কা চোপড়া
তুরস্ক এবং সিরিয়ায় ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে সকলকে এগিয়ে আসার অনুরোধ করেছেন বলিউড অভিনেত্রী ও গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি নোট লিখে তার লক্ষ লক্ষ ভক্ত-অনুগামীকে সাহায্যের জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলো থেকে হৃদয়বিদারক দৃশ্য শেয়ার করে প্রিয়াঙ্কা লিখেছেন, “বিধ্বংসী ভূমিকম্পের এক সপ্তাহ পরেও তুরস্ক এবং সিরিয়ার জনগণের যন্ত্রণা অব্যাহত রয়েছে। উদ্ধার অভিযান নিরলস। কিছু আশার মুহূর্ত তৈরি হয়েছে যেখানে একটি তিন মাস বয়সী শিশুকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছিল। অনেকে আছেন যারা এখনো আটকা পড়ে আছেন, অপেক্ষা করছেন এবং উদ্ধার পাওয়ার আশা করছেন। তাদের পরিবার কোনো অলৌকিক ঘটনার জন্য প্রার্থনা করছে। এটা হৃদয়বিদারক।’
ভয়াবহ ভূমিকম্পে তছনছ তুরস্ক-সিরিয়ার অনেক অঞ্চল
ভক্তদের উদ্দেশ্যে অভিনেত্রী আরো লিখেছেন, ‘প্রকৃতির ক্রোধ কাউকে রেহাই দেয় না তবে আমরা সবাই সাহায্য করতে পারি। ঘটনাস্থলে কাজ করা সংস্থাগুলোর বিশদ বিবরণ আমার হাইলাইটে রয়েছে। আশা করি আপনারা যেভাবে পারেন সাহায্য করবেন।’
গ্লোবাল ইউনিসেফ শুভেচ্ছা দূত প্রিয়াঙ্কা চোপড়া তার পোস্টে অনেক ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছেন। একজন মন্তব্যে লিখেছেন, ‘আমি তুরস্কে থাকি। ভূমিকম্প অঞ্চলে আছি। আমরা সত্যিই কঠিন সময়ে বাস করছি। অনুগ্রহ করে আমাদের জন্য প্রার্থনা করুন। আপনার সমর্থনের জন্য ধন্যবাদ।’ অন্য একজন নেটিজেন লিখেছেন, ‘শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি একজন অ-তুর্কি/সিরিয়ান ব্যক্তি হিসেবে তুরস্ক এবং সিরিয়ার বিধ্বংসী পরিস্থিতি সম্পর্কে পোস্ট করছেন। আমি চাই, আমাদের সংস্কৃতির বাইরের যারা বিখ্যাত ব্যক্তিবর্গ তারাও তুরস্ক এবং সিরিয়া সম্পর্কে পোস্ট করবে। আপনাকে লক্ষ লক্ষ ধন্যবাদ।’
প্রিয়াঙ্কার এমন মানবিক আহ্বানে সাড়া দিচ্ছে অনেকেই। ভারতীয় ভক্ত-অনুরাগীরাও অভিনেত্রীর প্রশংসা করে তুরস্ক-সিরিয়ায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছে।
এদিকে তুরস্ক-সিরিয়ায় ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্পের এক সপ্তাহ পরেও ধ্বংসস্তূপের মধ্য থেকে একের পর এক মৃতদেহ উদ্ধার চলছে। সর্বশেষ পাওয়া খবর অনুসারে, তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ হাজারের বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *