Monday, March 20জাতির কথা বলে
Shadow

ঘূর্ণিঝড় গাব্রিয়েলের প্রভাবে নিউজিল্যান্ডে সরকার জরুরি অবস্থা ঘোষণা করেছে।

ঘূর্ণিঝড় গাব্রিয়েলের প্রভাবে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্সের সরকার দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে। দেশটির ইতিহাসে এটা জরুরি অবস্থা ঘোষণার তৃতীয় ঘটনা। ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত দেশটির উত্তরাঞ্চল। দুর্গত ওই এলাকায় বসবাস করেন দেশটির মোট ৫০ লাখ মানুষের প্রায় এক তৃতীয়াংশ। অনেক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। নদীর তীর ভেঙে যাওয়ার পর নিরাপদের সন্ধানে বাড়িঘর থেকে সাঁতরাতে বাধ্য হয়েছেন অনেকে। বহু মানুষকে উদ্ধার করা হয়েছে ছাদের ওপর থেকে। প্রায় আড়াই লাখ মানুষ রয়েছেন বিদ্যুতবিচ্ছিন্ন। গাছ পড়ে বাড়িঘর ধসে গেছে। ভূমিধসে ভেসে গেছে বহু বাড়ি।

বিজ্ঞাপন
বন্ধ হয়ে গেছে অনেক রাস্তা। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
নর্থ আইল্যান্ডের সবচেয়ে উত্তরে এবং পূর্ব উপকূলের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে আছে হকস বে, কোরোমান্ডেল এবং নর্থল্যান্ড এলাকা। একটি নদীর তীর ভেঙে যাওয়ার পর ওই অঞ্চলের একটি শহরের যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়েছে। হকস বে’র সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ বলেছে, ধ্বংসযজ্ঞের ভয়াবহতার সঙ্গে তারা সামাল দিয়ে উঠতে পারছে না। সাহায্য দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে অস্ট্রেলিয়া এবং বৃটেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *