Monday, March 20জাতির কথা বলে
Shadow

অপু-শাকিব দুজন আবার এক হচ্ছেন

অপু-শাকিব কি এক হচ্ছেন
বুবলীর সঙ্গে শাকিব খানের বিচ্ছেদের পর থেকে বিভিন্ন গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অপু বিশ্বাস শাকিবকে ঘিরে যে বক্তব্য দিচ্ছেন তাতে মনে হচ্ছে দুজন আবার এক হচ্ছেন। আপাতদৃষ্টিতে অপুর কথায় তাই ফুটে ওঠছে। যেমন গতকাল কলকাতার পাঠকপ্রিয় আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তাঁর কাছে জানতে চাওয়া হয়-তাহলে আপনার ও শাকিব খানের সম্পর্ক এখন ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে, আপনারা কি বিবাহিত? এ বিষয়ে অপু বিশ্বাস বলেন, ‘সেটা এখনই বলছি না, উহ্য থাক। সময় এলে গণমাধ্যমকে জানাব। তবে আগের মতো ক্ষোভ রাখতে চাই না।’ একসময় শ্বশুরবাড়ির ওপর একাধিক অভিযোগ ছিল, এই পরিবর্তনটা কীভাবে সম্ভব হলো? অপু বলেন, ‘আসলে আমরা শিল্পীরা খুব আবেগপ্রবণ। অনেক সময় এমন কিছু বলে ফেলি, পরে তা শুধরে নেওয়ার জায়গা থাকে না। আমি তো চাইলেও তা মুছতে পারব না। আসলে যখন কথাগুলো বলেছিলাম তাঁদের প্রতি রাগ ছিল, আমি একটু অবসাদের মধ্য দিয়ে যাচ্ছিলাম। আমি তাঁদের কাছে ক্ষমা চাই। আমার শ্বশুর-শাশুড়ি খুব ভালো মানুষ। আমি ভাগ্যবান তাঁদের পেয়েছি, আমার জীবনে মা-বাবার ঘাটতি পূরণ করছেন তাঁরাই।’ অপু ওই সাক্ষাৎকারে আরও বলেন, ‘আসলে আজকে শাকিব যদি আমার পাশে না থাকত, তাহলে এই অপু বিশ্বাস হতো না। সহ-অভিনেতা হয়ে আমাকে অভিনয়ের খুঁটিনাটিতে সাহায্য করেছে শাকিব। আমার ক্যারিয়ারের ৮০ শতাংশ কৃতিত্ব শাকিবের, বাকিটা আমি অর্জন করেছি। তাই শাকিবের প্রতি সারা জীবন সেই সম্মানটা থাকবে।’ অপু-বুবলীর বাইরেও অনেকের সঙ্গে শাকিব খানের প্রেমের সম্পর্কের গুঞ্জন চাউর হয়েছে। এসব খবর শোনে কেমন লাগে? জবাবে অপু বিশ্বাস বলেন, ‘একজন সুপারস্টারকে নিয়ে যদি গুঞ্জন না হয়, তাহলে সে কিসের সুপারস্টার! এটা তাঁর কৃতিত্ব, এখনো তাঁকে নিয়ে গুঞ্জন হয়, অন্যদের নিয়ে হয় না। নায়ক-নায়িকাদের নিয়ে দুই-একটা প্রেমের গুঞ্জন না থাকলে পর্দায় রোমান্স ফুটিয়ে তুলবেন কীভাবে! আমি সাধুবাদই জানাই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *