
ভূমকিম্পে ধ্বংসস্তূপ তুরস্ক ও সরিয়িা, মৃত প্রায় ১৬০০
মানবজমনি ডস্কে
তুরস্করে দক্ষণি-র্পূবাঞ্চলরে গাজয়িানতপেে সরিয়িা সীমান্তরে কাছে শক্তশিালী ভূমকিম্প আঘাত হনেছে।ে এতে নহিতরে সংখ্যা প্রায় ১৬০০ । এরমধ্যে তুরস্কে মারা গছেনে কমপক্ষে ৯১২ জন এবং আহত হয়ছেনে প্রায় ২৫০০ জন। অপরদকিে সরিয়িার সরকার নয়িন্ত্রতি অঞ্চলে মারা গছেনে ৫৮২ জন এবং আহত হয়ছেনে ৬৫০ জন। আর সরিয়িার বদ্রিোহী নয়িন্ত্রতি অঞ্চলে মারা গছেনে ১২০ জন। এ খবর দয়িছেে টআিরটি ওর্য়াল্ড।
র্বাতা সংস্থা রয়র্টাসরে রপর্িোটে বলা হচ্ছ,ে ভূমকিম্পরে মাত্রা ছলি ৭.৯। সোমবার স্থানীয় সময় ভোর সোয়া চারটার দকিে আঘাত হান।ে গাজয়িানতপে শহররে কাছে এর গভীরতা ছলি মাত্র ১৮ কলিোমটিার। ভূম্পকিম্পটি রাজধানী আঙ্কারা এবং তুরস্করে অন্যান্য শহরওে অনুভূত হয়ছে।ে এছাড়া সংশ্লষ্টি পুরো অঞ্চল জুড়ইে কম্পন অনুভূত হয়ছে।ে
ভূমকিম্পরে কারণে সীমান্তরে দুই পাশইে শত শত ভবন ভঙেে পড়ছে।ে নহিতরে সংখ্যা দ্রুত আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছ।ে
ভূমকিম্পরে পর সহর্মমতিা জানাতে সরিয়িার প্রসেডিন্টে বাশার আল-আসাদকে ফোন করনে রাশয়িার প্রসেডিন্টে ভ্লাদমিরি পুতনি। পাশাপাশি তনিি আশ্বাস দনে, এই বর্পিযয়কর মুর্হূতে যে কোনো ধরণরে সহযোগতিার জন্য রাশয়িা প্রস্তুত রয়ছে।ে এছাড়া সঙ্গে সঙ্গইে দুটি আইএল-৭৬ বমিানকে সরিয়িায় পাঠয়িছেে মস্কো। এগুলো উদ্ধারর্কাযে সরিয়িার বাহনিীকে সাহায্য করব।ে এছাড়া সরিয়িায় শান্তরিক্ষায় নয়িোযতি রুশ সনোরা এরইমধ্যে উদ্ধার অভযিান পরচিালনা করছ।ে
ভূমকিম্প আঘাত হানা অঞ্চলে জরুরি উদ্ধারর্কায পরচিালনার নর্দিশে দয়িছেনে প্রসেডিন্টে বাশার আল-আসাদ। সোমবার সকালইে তনিি মন্ত্রসিভার সদস্যদরে নয়িে জরুরি বঠৈকে বসনে। সরিয়িার সবথকেে ক্ষতগ্রিস্থ এলাকা হচ্ছে আলপ্পেো, হামা এবং লাটাকয়িা প্রদশে। উদ্ধার অভযিান ও মানুষরে প্রাণ বাঁচাতে সভিলি ডফিন্সে, দমকল, স্বাস্থ্য, পাবলকি কনস্ট্রাকশন কোম্পানি এবং তাদরে শাখাগুলোকে নয়িোযতি করছেে সরিয়িা সরকার। দশেরে সকল প্রদশে ও বসেরকারি প্রতষ্ঠিানকে নর্দিশে দয়ো হয়ছে,ে যথাসম্ভব পরবিহণ সরবরাহ করত।ে সারা দশে থকেে ক্ষতগ্রিস্থ এলাকায় অস্থায়ী হাসপাতাল স্থাপনরে নর্দিশে দয়ো হয়ছে।ে যারা গৃহহীন হয়ছেনে তাদরেকে দ্রুততার সঙ্গে আশ্রয় এবং খাদ্য নশ্চিতি করা হচ্ছ।ে
তুরস্কে সবথকেে বশেি প্রাণহানী হয়ছেে মালাতয়িা প্রদশে।ে এছাড়া দয়িারবাকরি এবং ওসমানয়িে প্রদশেওে বহু হতাহতরে খবর পাওয়া যাচ্ছ।ে সীমান্তরে ওপাড়ে সরিয়িার রাষ্ট্রীয় গণমাধ্যম বলছ,ে দশেটতিে এখন র্পযন্ত ৪২ জন নহিত হয়ছেনে। সখোনওে বহু ভবন ধ্বসে পড়ছে।ে মৃতরে সংখ্যা আরও অনকে বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছ।ে ভঙেে পড়া বাড়গিুলোর নচিে এখনও বহু মানুষ আটকা পড়ে আছ।ে তুরস্কে একটি শপংিমল ধসে পড়ছে।ে এছাড়া মধ্যপ্রাচ্যরে বভিন্নি দশেইে র্দীঘ সময় ধরে কম্পন অনুভূত হয়। ভূমকিম্পটি আঘাত হানার কয়কে মনিটি পরইে দ্বতিীয় আরকেটি কম্পন অনুভূত হয়। উল্লখ্যে, তুরস্ক পৃথবিীর অন্যতম সক্রয়ি ভূমকিম্প প্রবণ অঞ্চলগুলোর একটতিে অবস্থতি। এর আগে ১৯৯৯ সালে দশেটরি উত্তর পশ্চমিাঞ্চলে একটি শক্তশিালী ভূমকিম্পে ১৭ হাজাররে বশেি মানুষ নহিত হয়ছেলি।