খেলাধুলা

সাকিবের সাথে খুব শীঘ্রই যোগাযোগ করবে : শাহরিয়ার নাফিস

ঢাকা, ৭ আগস্ট, ২০২৪ (জাতির আলো) : পাকিস্তানের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে অলরাউন্ডার সাকিব আল হাসানের অংশগ্রহণ বিষয়ে  খুব শীঘ্রই তার সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যোগাযোগ করবে বলে জানিয়েছেন বোর্ডের ক্রিকেট অপারেশন্স প্রধান শাহরিয়ার নাফিস।
বর্তমানে কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলছেন সাকিব। তাকে দেওয়া  অনাপত্তি পত্রের (এনওসি) মেয়াদ শেষ হবে   ১২ আগস্ট।   ১৩ আগস্ট বিসিবিতে রিপোর্ট করার কথা রয়েছে সাকিবের।
আজ মিরপুরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নাফিস সাংবাদিকদের বলেন, ‘১২ আগস্ট পর্যন্ত এনওসি আছে সাকিবের। ১৩ আগস্ট দেশে ফিরে প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী আমাদের কাছে রিপোর্ট করার কথা তার।’
তিনি আরও বলেন, ‘কানাডায় এখনও তার দুই থেকে তিনটি ম্যাচ বাকি আছে। আমরা শীঘ্রই তার সাথে যোগাযোগ করবো এবং তার পরিকল্পনা জানার চেষ্টা করবো।’
তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন সাকিব। সোমবার আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই সাকিবের নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। নাফিস জানান, সাকিব এখন শুধুই একজন ক্রিকেটার।
নাফিস বলেন, ‘সাকিব এখন পুরোদস্তর ক্রিকেটার। গতকাল রাতে রাষ্ট্রপতির নির্দেশ মতে এখন আর তিনি এমপি নন। সাকিব একজন ক্রিকেটার এবং একজন মানুষ মাত্র। প্রতিটি মানুষেরই নিরাপত্তা নিয়ে উদ্বেগ আছে। আমি শুধু বলতে পারি, যেহেতু তার এনওসি ১২ আগস্ট পর্যন্ত, এরপরই আমাদের সাথে তার যোগাযোগ করার কথা।’
তিনি আরও বলেন, ‘পাকিস্তান টেস্ট সিরিজের জন্য এখনও দল ঘোষণা করেনি বিসিবি নির্বাচক প্যানেল। ঘোষিত দলে  তাকে  রাখা হয় তবে এক বিষয় আর  দলে রাখা না হলে তাহলে ভিন্ন বিষয়।’
টেস্ট সিরিজের জন্য ১৭ আগস্ট পাকিস্তান যাবার কথা রয়েছে বাংলাদেশের। সূচি অনুযায়ী রাওয়ালপিন্ডিতে ২১ আগস্ট থেকে প্রথম টেস্ট এবং করাচিতে ৩০ আগস্ট থেকে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments