দল গঠন ও পদত্যাগের সিদ্ধান্ত এখনও হয়নি : নাহিদ
“রাজনৈতিক দলে অংশগ্রহণ করার পরিস্থিতি হলে আনুষ্ঠানিকভাবে বলব। এরকম কোনো সিদ্ধান্ত আমার জায়গা থেকে বা আসিফের জায়গা থেকে যতটুকু জানি হয়নি,” বলেন নাহিদ।
ঢাকায় তথ্য ভবনে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, বিষয়টি তার নজরে এসেছে। তবে পদত্যাগের কোনো সিদ্ধান্ত হলে তা আনুষ্ঠানিকভাবে জানাবেন।
“সোশ্যাল মিডিয়াতে দেখে, পত্রিকাতে এটা আসলে কোন উৎস থেকে বলা হয়েছে, সেটা তো পরিষ্কার করে নাই আসলে। আর এ ধরনের কোনো সিদ্ধান্ত এখনও হয় নাই এবং রাজনৈতিক দলে অংশগ্রহণ করার পরিস্থিতি হলে আনুষ্ঠানিকভাবে বলব। এরকম কোনো সিদ্ধান্ত আমার জায়গা থেকে বা আসিফের জায়গা থেকে যতটুকু জানি হয়নি।”
“আমরা তো সরকারের কার্যক্রমই করতেছি। এই আলাপটা আসছিল যখন আসলে বলা হচ্ছিল সরকারে থেকে রাজনৈতিক দলে অংশগ্রহণ করতে। তখন আমি বলেছিলাম কথার পরিপ্রেক্ষিতে, নতুন রাজনৈতিক দল হোক বা অন্য কোনো রাজনৈতিক দল বলুক, আমরা সরকারে থাকা অবস্থায় সেটার সঙ্গে সংশ্লিষ্ট হব না।”
“রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আলোচনার বিষয় আছে। ব্যক্তিগতভাবে আমি মনে করি, ছাত্ররাও বলেছে- আওয়ামী লীগ ১৫ বছরে যে ফ্যাসিজম করেছে, জুলাইয়ে যে গণহত্যা করেছে, তারপর আওয়ামী লীগের আর রাজনীতি করার অধিকার নাই। আওয়ামী লীগ ব্যানারে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ নাই সেটা আমরা মনে করি।”
ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ অগাস্ট দেড় দশক ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতন হয়। দলের সভাপতি শেখ হাসিনা পালিয়ে ভারতে যাওয়ার পর থেকে সেখানেই থাকছেন।