আবারও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব, মিরাজ ৮
ওয়ানডেতে বিশ্বসেরা অলরাউন্ডারদের র্যাংকিংয়ে চমক দেখালেন সাকিব আল হাসান। এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে উদ্বোধনী ব্যাট করতে নেমে ১১২ রান করা আরেক অলরাউন্ডার মেহেদী মিরাজ তালিকায় ৮ নম্বরে জায়গা করে নিয়েছেন।
আইসিসি সেরা ওয়ানডে অলরাউন্ডারদের (পুরুষ) র্যাংকিং প্রকাশ করেছে ৫ সেপ্টেম্বর। এতে তালিকার শীর্ষে অবস্থান করছেন সাকিব আল হাসান। তার র্যাটিং পয়েন্ট ৩৭২।
র্যাংকিংয়ে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে যথাক্রমে আফগানিস্তানের মোহাম্মদ নবী (৩০২) ও জিম্বাবুয়ের সিকান্দার রাজা (২৮৭)।
সেরা অলরাউন্ডারদের তালিকায় মেহেদী হাসান মিরাজ ৮ নম্বরে। তার র্যাটিং পয়েন্ট ২৩৩।
এশিয়া কাপের বাকি ম্যাচগুলোতে ভালো পারফর্ম করলে মিরাজের আরও ভালো করার সুযোগ থাকছে। কারণ তার চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে ৭ম স্থানে আছেন মিশেল স্যান্টনার। দুই র্যাটিং পয়েন্ট বেশি নিয়ে ৬ষ্ঠ অবস্থানে রয়েছেন জিসান মাকসুদ।
অন্যদিকে সাকিব আল হাসান ফর্ম ধরে রাখতে পারলে র্যাংকিংয়ে নিজের অবস্থান অক্ষুণ্ন রাখতে পারবেন। বুধবার পাকিস্তানের বিপক্ষে ৫৩ রান করেছেন সাকিব। তবে মিরাজ রানের খাতা খোলার আগেই বিদায় নেন।