জাতীয়রাজনীতি

আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং নিবন্ধন বাতিলের আর্জি জানিয়ে হাইকোর্টে রিট পিটিশন

ঢাকা, ১৯ আগস্ট ২০২৪ (জাতির আলো) : ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যার দায়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলের আর্জি জানিয়ে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করা হয়।
মানবাধিকার সংগঠন সারডা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া রিটটি করেছেন। এছাড়া এই রিটে যে সকল প্রতিষ্ঠান শেখ হাসিনার নামে রয়েছে, সেগুলোর নাম পরিবর্তনও চাওয়া হয়েছে। একই রিটে দেশ সংস্কারের লক্ষে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সর্বনি¤œ ৩ বছর চাওয়া হয়েছে। সেই সাথে বিদেশে পাচারকৃত ১১ লক্ষ কোটি টাকা ফেরত আনতে এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তাদের নিয়োগ বাতিল চাওয়া হয়েছে।
রিটকারি আইনজীবী আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া সাংবাদিকদের বলেন, রিটের এই বিষয়গুলোতে রুল ও আদেশ চাওয়া হয়েছে। বিচারপতি কে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট দ্বৈত বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।

image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments